
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
মহান সংস্কারক পল্লীবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টীর আয়োজনে অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাপার আহবায়ক গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব শামসুল হুদা খোকন।
বক্তব্য রাখেন এস,এম,এ রাজ্জাক, গাজী মুজিবর রহমান, আলহাজ্ব শেখ আব্দুল আজিজ, শেখ মাসুদুর রহমান, সরদার ফরিদ আহমেদ, মাফিকুল ইসলাম, আব্দুর রহিম, দেবাশীষ সানা, আব্দুল অদুদ, রুহুল আমীন, মোস্তফা গাজী ও রেজাউল মোড়ল।