সর্বশেষ:

biddut biporjoyer ashonka

পাইকগাছায় পল্লী বিদ্যুতের ৯৬ কর্মচারীর গণছুটি, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

biddut biporjoyer ashonka
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ সমিতির ৯৬ জন কর্মচারী চার দফা দাবিতে একযোগে গণছুটিতে গেছেন। হঠাৎ এ পরিস্থিতিতে উপজেলার প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিপর্যয়ের আতঙ্কে রয়েছেন। নাশকতার আশঙ্কায় পুলিশ টহল জোরদার করার পাশাপাশি প্রশাসনিক সহায়তা চেয়েছেন স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা।

জানা যায়, কর্মচারীরা গত ৭ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দিলেও গ্রাহকদের স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় বুধবার বিকেলে কর্মকর্তা ছাড়া সব কর্মচারী ছুটির আবেদন জমা দিয়ে অফিস ত্যাগ করেন। পাইকগাছা জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নের স্বার্থে চার দফা দাবিতে অফিসের মোট ৯৬ জন কর্মচারী গণছুটিতে গেছেন। তবে কর্মকর্তারা দায়িত্বে আছেন।

এ দিকে হঠাৎ এ গণছুটির কারণে পাইকগাছা উপজেলার প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে জোনাল অফিসের ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, সব কর্মচারী ছুটিতে চলে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি নাশকতার ঝুঁকিও রয়েছে। স্থানীয় সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক বলেন, বিদ্যুৎ বিভাগের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মীরা এভাবে গণছুটিতে যেতে পারেন না। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জনবল না থাকলে তা মোকাবিলা অসম্ভব হয়ে পড়বে।

এ দিকে পাইকগাছা শিববাটি ও কপিলমুনি ইউনিয়নের সলুয়া বিদ্যুৎ উপকেন্দ্র কেপিআই ভুক্ত স্থাপনা হিসেবে গুরুত্বপূর্ণ। কিন্তু লোকবলের অভাবে এসব স্থাপনায় জরুরি কাজ ব্যাহত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ টহল জোরদার ও প্রশাসনিক সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana