
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা ইউএনও এসিল্যান্ডের নির্দেশনা উপেক্ষা করে উপজেলার আলোচিত লতা ইউনিয়নের বেতাঙ্গী জলমহালের আবারও নেটপাটা দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার জলমহালে ইজারাদারের পক্ষের লোকজন কয়েক জায়গায় নেটপাটা দিয়ে জল সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এনিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানাযায়, লতার এই আলোচিত নদীটি ছয়টি মৌজার পানি সরবরাহের একমাত্র মাধ্যম। সম্প্রতি অতি বৃষ্টিতে গোটা এলকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে বেতাঙ্গী নদীতে একাধিক জায়গায় নেটপাটা থাকায় জল সরবরাহে বাধা পাওয়ায় নেটপাটা অপসারণ সহ নদীটি উন্মুক্তের দাবীতে কাঠামারী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে নদীটি উন্মুক্তের দাবীতে উপজেলা নির্বাহি অফিসার মাহেরা নাজনীন এর কাছে অভিযোগ হলে তিনি এসিল্যান্ডকে সাথে নিয়ে গত ২৭ আগষ্ট সরেজমিনে তদন্ত পূর্বক ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিষদে আলোচনায় বসেন। সভায় স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে তিনি ইজারাদারদের এক সপ্তাহের মধ্যে নেটপাটা অপসারণের নির্দেশ দেন। যার সর্বশেষ সময় ছিলো ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে অভিযোগ উঠেছে ইউএনও’র নির্দেশনা উপেক্ষা করে নতুন করে পাঁচটি জায়গায় নেটপাটা বসানোর খবর পেয়ে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এনিয়ে যেকোন মূহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশংকা করা হচ্ছে।