সর্বশেষ:

oran rfl er schoolarship

খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী

oran rfl er schoolarship
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা( প্রতিনিধি :

পরবর্তী প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের ১০ জন শিক্ষার্থীকে প্রাণ-আরএফএল স্কলারশিপ প্রদান করা হয়েছে। ২৪ আগস্ট (রবিবার) দুপুরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপের অর্থের চেক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- এমবিএ ’২৪ ব্যাচের নাদিয়া আক্তার, বিবিএ ’২৩ ব্যাচের নুসরাত জাহান বর্ষা, ইসরাত জাহান আখি, মোঃ মুবিন শেখ ও তাসিবুর রহমান, এমবিএ ’২৫ ব্যাচের ঋতুপর্ণা সাহা, বিবিএ ’২১ ব্যাচের মরিয়ম খাতুন, চয়ন কুমার, মিতা খাতুন এবং বিবিএ ’২২ ব্যাচের আয়েশা সিদ্দিকা সাদিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কলারশিপ শুধু আর্থিক সহায়তাই নয়, শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, সৃজনশীলতা ও আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার জায়গা। শিক্ষা, গবেষণা ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তারা আরও দক্ষ হয়ে উঠতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীবান্ধব এবং শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে নানা কর্মসূচি গ্রহণ করছে। তিনি এই স্কলারশিপ প্রদানের জন্য প্রাণ-আরএফএল গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট সেক্টরের এ ধরনের যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের কর্মমুখী করে তুলবে এবং বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখবে। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শেখ মাহমুদুল হাসান। আরও বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল গ্রুপের কর্পোরেট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামিম আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের ’২২ ব্যাচের শিক্ষার্থী ফারহানা হাসান অনন্যা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana