
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা বিএনপির আহ্বায়ক খুলনা -৬ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ প্রশাসনের সাথে আলাপ চারিতার মাধ্যমে খুলনা – সাতক্ষীরা জেলার পাইকগাছা ও আশাশুনি উপজেলার সীমান্তে কপোতাক্ষ নদ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় ডাঃ আব্দুল মজিদ বলেন সরকার ৩৬ কিলোমিটার কপোতাক্ষ নদ খনন করে তা আজ কাজে আসছে না, বরং মানুষের আরো চরম ভোগান্তিতে পড়েছেন। তিনি বলেন নদ ৪০ ফুট খনন করে একটি ব্রীজ নির্মাণ করলে এ দূর্ভোগ বা ভোগান্তি থাকবে না। তাই সরকারের উচ্চ মহলের কাছে আশাশুনি উপজেলার দরগাহপুর ও পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার সংলগ্ন ৩০ ফুট খনন করে ব্রীজ নির্মাণের জোর দাবী জানান।
রোববার সকালে ডাঃ আব্দুল মজিদ পাইকগাছা ও আশাশুনি উপজেলার সীমান্তে বাঁকায় কপোতাক্ষ নদ পরিদর্শন কালে তার সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আছাদুজ্জামান ময়না,রাড়ুলী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমদ, মুনছুর আলী গাজী, আব্দুল মজিদ, আকিজ উদ্দিন, হুরাইরা বাদশা, শহিদ,সুমন,ছাত্র দল নেতা এম সামাদ মোড়ল সহ শত শত এলাকাবাসী।