সর্বশেষ:

kajibacha nodite jele nikhoj

বটিয়াঘাটার কাজীবাছা নদীতে জেলে নিখোঁজ

kajibacha nodite jele nikhoj
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি

বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের গোপালখালী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির পাশে কাজীবাছা নদীতে মাছ ধরার সময় মিলন শেখ (২৬) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।

একই নৌকার অন্য ২ জেলে গুরুতর আহত হয়ে নদী সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচে। মিলন উপজেলার বুজবুনিয়া গ্রামের বিল­াল শেখের পুত্র।
জানা যায় মিলন শেখ গত বুধবার  দিবাগত রাত ১০টার দিকে অপর ২ সহযোগী জেলেকে নিয়ে রাতে ইলিশ ধরতে গঙ্গারামপুর এলাকায় নৌকা নিয়ে কাজিবাছা নদীতে যায়। এ সময় নিকটস্থ ড্রেজার থেকে বালু পরিবহনকারী একটি বাল্কহেড তাদের নৌকার উপর উঠিয়ে দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা তিনজনের মধ্যে দুইজন সাঁতার কেটে তীরে পৌঁছালেও মিলন শেখ নিখোঁজ হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মিলন শেখের আত্মীয় স্বজন স্থানীয় ভাবে খোঁজাখুঁজি করছে এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana