সর্বশেষ:

গা*জা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকা সাংবাদিকদের জন্য

Facebook
Twitter
LinkedIn

গা*জা সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরা*য়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন—যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, আফগানিস্তান এবং যুগোস্লাভিয়া যুদ্ধ মিলেও নিহত হওয়া সাংবাদিকদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে আল-শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে হামলায় আল-জাজিরার চার সাংবাদিক নিহত হওয়ার পর গা*জার সংবাদকর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের অভিযোগ, সাংবাদিকদের সুরক্ষার প্রতীক ভেস্ট ও হেলমেট এখন উল্টো তাদের টার্গেটে পরিণত করছে।

ইসরা*য়েল দাবি করছে, শুধু হামাসের সদস্য সাংবাদিকদের টার্গেট করা হয়। তবে প্রমাণ হাজির করতে না পারা এবং একাধিক সাংবাদিক হত্যার ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় এই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে আন্তর্জাতিক মহল। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, ইসরা*য়েল হামলার দায় এড়াতে নিয়মিতভাবে “হা*মাস সদস্য” অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।

মাঠে থাকা সাংবাদিকদের অভিযোগ, গা*জার বাস্তবতা তুলে ধরার কারণেই তারা নিশানায় পড়ছেন। একই সঙ্গে দুর্ভিক্ষ, অনাহার ও মানবিক সংকটের শিকার হয়ে নিজেরাও সেই ভোগান্তির মধ্য দিয়ে প্রতিবেদন করছেন। তবু জীবনের ঝুঁকি নিয়ে তারা সত্য তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana