সর্বশেষ:

birmuktijoddhake rastrio morjaday sheskrito somponno

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা গৌরচন্দ্র টিকাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

birmuktijoddhake rastrio morjaday sheskrito somponno
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা খুলনা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী নিবাসী মৃতঃ কালীপদ টিকাদার ও মাতা মৃতঃ বিনোদিনী টিকাদার’র পুত্র বাংলাদেশ পুলিশ বাহিনীর (অবঃ) সদস্য বীরমুক্তিযোদ্ধা গৌরচন্দ্র টিকাদারকে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শরীরে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান গত ০২ জুলাই বুধবার সকাল ১০ টায় চক্রাখালী দক্ষিণপাড়া মল্লিকের মোড় সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে উক্ত গার্ড অব অনার প্রদর্শন শেষে বেলা ১১ টায় জলমা-কচুবুনিয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় ।

তিনি গতকাল ০১ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন । সে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার’র কাকা।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ,এক কন্যা (সঃপ্রাঃবিঃ) শিক্ষিকা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । অপরদিকে গার্ড অব অনার প্রদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানা ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে বিনয় কৃষ্ণ সরকার, নিরঞ্জন কুমার রায়,প্রশান্ত গোলদার, বিকাশ কুসুম মন্ডল,বিনয় বিশ্বাস, সুকুমার রায়,মনোরঞ্জন কবিরাজ, মনোরঞ্জন রায় ( মনোন),শৈলেন্দ্র নাথ টিকাদার, প্রহ্লাদ টিকাদার, নিরঞ্জন কুমার মন্ডল, । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজ কুমার রায়, অ্যাডভোকেট অশোক কুমার পাল, সুবীর মল্লিক, বিধান হালদার,মনোজ মল্লিক, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ,গৌর পদ মল্লিক, নিতিশ মল্লিক পুলিশ সদস্যবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana