
বিশেষ প্রতিনিধি :
বটিয়াঘাটা থানার পল্লীতে জমি জমা সংক্রান্ত জের ধরে রাতে ফিল্ম স্টাইলে বাড়ির ঘরে ঢুকে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে,গত ৩ মার্চ ২০২৫ তারিখ উপজেলার খারাবাদ এলাকায় রোকেয়া বেগম ৬০ ঊর্ধ্বে এক গৃহিণী মহিলার বসত বাড়িতে।
ভুক্তভোগী গৃহিণী রোকেয়া বেগম বলেন, এলাকার মিজান শেখের পুত্র হোসাইন শেখ (২০) ও আলতাফ হোসেনের পুত্র আবুল হোসেন (৩০) সহ অজ্ঞাতনামা দুজন জন লোক গভীর রাতে আমার বাড়িতে আসে। জমিজমা সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমি আহত হই। তারা আমার শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা যখন করে।
ঘরের গ্রিল ভেঙ্গে বসত ঘরে ভিতর প্রবেশ করে শো-কেসের ড্রয়ারে থাকা নগদ ৮০ হাজার টাকা, ড্রয়ারে থাকা ৮ আনা ওজনের একজোড়া স্বর্ণের দুল যার মূল্য ৬০ হাজার টাকা ১ভরি ওজনের একজোড়া স্বর্ণের চুড়ি যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে আমার আত্মচিৎকারে সন্ত্রাসীরা আমাকে প্রাণনাশের হুমকী ও ভয়ভীতি দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী গৃহিণী আরো বলেন,আসামীদের সহিত আমাদের পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইহা ছাড়া জমিজমা নিয়ে এলাকায় একাধিক সালিশ-বৈঠক সহ বিরোধীয় জমিজমা বিজ্ঞ আদালতে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। উক্ত বিরোধের জেরে বর্ণিত আসামী সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় ১৭ মার্চ ২০২৪ তারিখ সাধারণ ডায়েরি করা হয়। যার নং-৮৩৯।
আসামীরা দীর্ঘদিন পূর্ব হইতে আমার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আসছিল। ভুক্তভোগী গৃহিণী অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।