কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৮হাজার ৩৯৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. মোজাম্মেল হক মোজাম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৭২৯ ভোট।
চশমা প্রতীক নিয়ে ৪৬ হাজার ৫৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচীত হয়েছন মো. রাসেল হাওলাদার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তালা প্রতিকের এনামুল হক রিপন পেয়েছন ১৮ হাজার ২৩৭ ভোট।
কলস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচীত হয়েছেন আজমিন নাহার। তিনি পেয়েছেন ৪১ হাজার ৮৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতিকের হোসনেয়ারা হাসি পেয়েছেন ১৩ হাজার ১৫০ ভোট।
গতকাল রোববার রাত ১১ টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন।
উল্লখ্য, গত ২৯ এপ্রিল ৩য় ধাপে এ উপজেলার নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন(ইসি) এর
ঘোষনা অনুযায়ী গতকাল ৯ মে এসব উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।