শাহিদুল ইসলাম কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমানের আগামী ২৬ ডিসেম্বর কর্মী সম্মেলন বাস্তবায়নে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমাননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাড. মোস্তাফিজুর রহমান ও অধ্যক্ষ গাওসুল আজম হাদী। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম আইউব, জামায়াত নেতা অধ্যাপক ওলিউল্যাহ, মাওলানা সুজাউদ্দিন, মিজানুর রহমান, মাওলানা মতিউর রহমান, শিক্ষক নুর কামাল প্রমুখ।
মতবিনিময় সভায় কয়রার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।