মতিউর রহমান রিয়াদঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নয়ের দক্ষিণ মেদেনীমন্ডল মোঃ আব্দুল লতিফের মালিকানাধীন পদ্মা জেনারেল স্টোরের সামনে থেকে ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১.১০ মিনিটের সময় ২২ কেজি গাঁজাসহ মো. আমির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পদ্মা উত্তর থানা পুলিশ।
এ সময় তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই সহযোগী পালিয়ে যায়। ২টি বস্তায় ভরা প্লাস্টিকের উপর কার্টুনটেপ দিয়ে মোড়ানো ৬ টি প্যাকেটে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা।