সর্বশেষ:

paikgascha deal

পাইকগাছা উপজেলা জুড়ে দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে নতুন সাজে সাজতে শুরু করেছে

paikgascha deal
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

গ্রাফিতিতে নতুন সাজে সাজতে শুরু করেছে খুলনার পাইকগাছা উপজেলা জুড়ে দেয়ালগুলো। রংয়ের সঙ্গে তুলির শৈল্পিক ছোঁয়ায় যেন নতুন এক রূপ পেয়েছে উপজেলাজুড়ে দেয়ালগুলো। পেশাদার শিল্পী না হয়েও শিল্পের সুষমায় প্রাণের উচ্ছ্বাস ঘটিয়েছেন শিক্ষার্থীরা। এ যেন এক ভিন্ন পাইকগাছা। রোববার সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেয়ালগুলোতে দেখা যায়, শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তুলেছেন সংস্কারের নির্দেশনা, স্বাধীনতার জয়গান, তারুণ্যের উন্মাদনা, ভালোবাসার উচ্ছ্বাস ও মানুষ এবং মানবতার জয়গান। শিক্ষার্থীদের এই সৃজনশীল কাজে উৎসাহ জোগাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কেউ দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ কেউ উৎসাহ দিচ্ছেন শিক্ষার্থীদের আবার কেউ বা কোমলমতি শিক্ষার্থীদের প্রশংসায় পঞ্চমুখ। ‘ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর, স্বাধীনতার সূর্যোদয়, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙ্গা, তারা কি ফিরিবে আজ? তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। ‘পানি লাগবে পানি, ‘৩৬ শে জুলাই’, মোরা ঝঞ্চার মতো উদ্দাম’, তারা বিক্রি হতে পারে জনতা কখনো বিক্রি হয়না,জন্মেছি এক পতাকা তলে’- এ ধরনের বিভিন্ন স্লোগানে কোমলমতি শিক্ষার্থীরা রংতুলিতে গেয়েছেন সাম্যের গান, তুলে ধরেছেন বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকারের কথা।

দেয়াল লিখনের সময় কথা হয় পাইকগাছা উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। সারা দিন পরিশ্রম ও ধৈর্য সহকারে দেয়াল লিখনের কাজ করতে কেমন লাগছে জানতে চাইলে তারা সবাই সমস্বরে বলেন, খুবই ভালো লাগছে। এই দেয়াল লিখনের মধ্য দিয়ে আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথমেই আমরা আমাদের প্রাণের পাইকগাছা উপজেলাকে রংয়ে রংয়ে রাঙিয়ে তুলতে চাই। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আমরা যে নতুন স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি দেয়ালের ক্যানভাসে রংতুলির আঁচড়ে জাতির কাছে আমাদের স্বপ্নের কথাগুলো তুলে ধরার জন্যই এই আয়োজন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana