সর্বশেষ:

পাইকগাছায় মৎস্য আহরণ

পাইকগাছায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে লিফলেট ও ভিজিএফ চাল বিতরণ

পাইকগাছায় মৎস্য আহরণ
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সামুদ্রিক মৎস্য বিধিমালা-২০২৩ এর বিধি-৩ এর ১(ক) মোতাবেক বঙ্গোপসাগরের বাংলাদেশের সামুদ্রিক মৎস্য জলসীমায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সরকারের এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পাইকগাছা উপজেলা মৎস্য দপ্তর থেকে হাঁট বাজার ও জেলে পল্লীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলার রাড়ূলী জেলে পল্লী, বাঁকা ও কাটিপাড়া বাজার এবং গদাইপুরের বোয়ালিয়া জেলে পল্লী এবং উপজেলা সদরের হাট বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এদিকে নিষেধাজ্ঞা সময়ে মৎস্যজীবীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে উপজেলার ১ হাজার ৯৫০ জন মৎস্যজীবী পরিবারকে ১০৯.২০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে।

যার অংশ হিসেবে রোববার রাড়–লী ইউনিয়নের ৪০১ জন পরিবারের মাঝে ২২.৪৫৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেরিন ফিশারীজ কর্মকর্তা কাউসার হোসেন আকন ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana