পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার লতায় মেয়াদউত্তীর্ন পণ্য বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অভিযোগে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকালে লতা ইউনিয়নের কাঠামারী বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।
এসময়ে ব্যবসায়ী আনন্দ মোহন মন্ডলকে মেয়াদউত্তীর্ন পণ্য বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অপরাধে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। পরবর্তীতে মেয়াদউত্তীর্ন পণ্য বিক্রিয় না করার জন্য বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, আনসার সহ সঙ্গীয় ফোর্স।