বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
মঙ্গলবার সকালে বটিয়াঘাটা ডাচ্ বাংলা ব্যাংক শাখা কর্তৃক আয়োজিত গ্রাহক সেবা মাস ২০২৪ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ডাচ্ বাংলা ব্যাংক এজেন্সি ব্যাংকের রিজিওনাল হেড এ এইচ কামরুজ্জামান, এরিয়া ম্যানেজার সোহেল রানা, সিনিয়র সেলস্ অফিসার শ্রাবণী, আর এম লোন মোঃ জিল্লুর রহমান, মোহাম্মদ আবু সাঈদ, মাস্টার এজেন্ট মো: সাইদুল ইসলাম, লোন অফিসার অর্ণব রায়, ম্যানেজার মোস্তফা নজরুল ইসলাম, কানন অধিকারী, সুরঞ্জিত মন্ডল, কল্যাণী সরকার, চায়না সরকার সহ শত শত গ্রাহক বৃন্দ উপস্থিত ছিলেন।
ডাচ্ বাংলা ব্যাংক বটিয়াঘাটা শাখা কর্তৃক ২১ ও ২২ শে অক্টোবর ২৪ দুদিনব্যাপী চলছে গ্রাহক সেবা। মাত্র ১০ টাকায় একটি অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এত অল্প টাকায় একাউন্ট খুলে এই প্রথম গ্রাহক সেবা দিচ্ছেন ডাচ্ -বাংলা বটিয়াঘাটা এজেন্ট ব্যাংকিং ব্যাংক।
ব্যাংক হিসাবে থাকছে বার্ষিক সার্ভিস চার্জ মুক্ত, ফ্রি এটিএম কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। উপস্থিত অতিথিরা বলেন, ডাচ্ বাংলা ব্যাংকের সাথে থাকুন। বিশ্বস্ত একটি ব্যাংক। সঞ্চয় করুন -স্বাবলম্বী হোউন। আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ।