ডেস্ক রিপোর্ট :
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে দেশের হিন্দু সম্প্রদায়ের সাথে আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় গুলশান কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সূদূর লন্ডন থেকে স্কাইপিতে শুভেচ্ছা জানাবেন। এ কর্মসূচি সফলের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনার আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথের সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্তর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনার যুগ্ম-আহবায়ক বাবু ব্রজেন ঢালী, নারায়ন মিশ্র, তপন কুমার ঘোষ, উজ্জল দাস, কৌশল্যা রায়, কলিঙ্গ রাজ, সুজানা জলি, অমিত মল্লিক, সরজিৎ ঘোষ দেবেন,
যোঙ্গেশ্বর সানা কার্তিক, নীলাদ্রি সরদার, সুদিপ্ত মল্লিক, রমেন রায়, তপন কুমার মন্ডল, গৌতম মন্ডল, বীরেশ্বর মন্ডল, দেবদাস বিশ্বাস, জয়দেব কুমার পলক, জীবন কুমার মন্ডল, রাজু দাস, লিটন কুন্ডু, অমল মন্ডল, নিলৎপল নিলয়, গোবিন্দ বিশ্বাস, বিশ্বজিৎ গোলদার, শংকর কুমার দে, গৌর বিশ্বাস, সুভাষ কুন্ডু, অমিত দাস, লিটন সাহা, মাধব পাল, মনোজ কুমার সাহা, শিপন হাজরা, সবুজ মালি ও রতন মল্লিক প্রমূখ।।