সর্বশেষ:

সিসি ক্যামেরার আওতায় পাইকগাছা মন্দির

সিসি ক্যামেরার আওতায় পাইকগাছা পৌরসভার ৬টি মন্দির

সিসি ক্যামেরার আওতায় পাইকগাছা মন্দির
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা: প্রতিনিধি

খুলনার পাইকগাছায় শারদীয় দূর্গা পূজায় পৌরসভার পক্ষ থেকে ৬টি মন্দির কে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট মনিটর সহ অন্যান্য সরঞ্জাম প্রদান করেন মেয়র সেলিম জাহাঙ্গীর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, এস এম ইমদাদুল হক, কবিতা দাশ, আসমা আহমেদ, আব্দুল গফফার মোড়ল, ইমরান সরদার, উত্তম সাধু, সন্তোষ সরদার, সুরঞ্জন চক্রবর্তী, প্রমথ রঞ্জন সানা, উজ্জ্বল বিশ্বাস, দেব্রত মন্ডল, প্রেমচাঁদ, সনজিৎ কুমার দাস, স্বপন দাশ,উত্তম সানা ও মঙ্গল মন্ডল।

পৌর এলাকার মন্দিরগুলো হলো সরল কালীবাড়ি, সরল দাশ পাড়া, বাতিখালী হরিতলা, পৌর বাজার, শিববাটী ও শিববাটী পূর্ব পাড়া।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana