পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার সাবেক মহিলা ইউপি সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া লেবুবুনিয়ারচক এলাকায় সাবেক নারী ইউপি সদস্য সুচিত্রা রাণীর বাড়িতে দুঃসাহসিক এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা চেতনানাশক ব্যবহার করে নগদ অর্থ ও স্বর্নলংকার সহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ইউপি সদস্যের স্বামী রমেন্দ্র নাথ ঢালী। রমেন্দ্র নাথ বলেন ঘটনার দিন বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আমি বাড়ির পাশে যজ্ঞা অনুষ্ঠানে গিয়েছিলাম। বাড়িতে স্ত্রী সুচিত্রা রাণী ছিল। রাত সাড়ে ১২ টার দিকে বাড়িতে এসে দেখি বাড়ির পূর্ব পাশের গ্রীল কাটা। স্ত্রী অপর একটি ঘরে ঘুমিয়ে ছিল। ঘরের ভিতরে গিয়ে দেখি আলমারি এবং সোকেস ভাঙা এবং বিভিন্ন মালামাল এলোমেলো করা। দুর্বৃত্তরা চেতনানাশক ব্যবহার করে ১৩ স্বর্নলংকার ও নগদ ৮০ হাজার টাকা সহ ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় রমেন্দ্র নাথ ঢালী বাদি হয়ে শুক্রবার সকালে থানায় অভিযোগ করেছেন বলে তিনি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছেন এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন থানার ওসি সবজেল হোসেন।