
আজ ১৫/৬/২০২৫ ইংরেজি তারিখ (সুইট) সোশ্যাল ওয়েলফেয়ার ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এনজিও এর অর্থায়নে খুলনার বটিয়াঘাটা উপজেলার ২ নং হাটবাড়ি গ্রামের বিমলেন্দ্র মিস্ত্রি, যার ২ পা গ্যাগরীনে তাহার দুই পা হারিয়েছেন।
আমাদের সুইট এনজিওর পক্ষ থেকে তার জন্য একটি হুইল চেয়ার ক্রয় করা হয়, আজ বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ( তন্বী) মহোদয়ের উপস্থিতিতে হুইল চেয়ারটি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুইট এনজিওর প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন জোয়ারদার। আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও সুইট এনজিওর কোঅর্ডিনেটর অনাদি মন্ডল।