
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা আব্বাস আরাঘচি রোববার (১৫ জুন) তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন, ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি সহযোগিতা করেছে বলে প্রমাণ পেয়েছে ইরান।
আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইসরায়েলের এই আগ্রাসন থেকে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দূরে থাকতে হবে। তিনি বলেন, ইরানের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার জবাব দেওয়া ও আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে।
তিনি জানান, গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনাও রয়েছে।
আরাঘচির দাবি, ইসরায়েল এককভাবে এই ধরনের অভিযান পরিচালনা করতে সক্ষম নয়; যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা ছাড়া এসব হামলা সম্ভব হতো না। ইরানের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রচুর প্রমাণ পাওয়া গেছে যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলকে সরাসরি সহায়তা প্রদান করেছে।
তিনি আরও বলেন, এই প্রমাণ ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থনও ইঙ্গিত দেয় যে, ওয়াশিংটন ইসরায়েলের এই আগ্রাসনে অংশীদার। এ কারণে যুক্তরাষ্ট্রকেও এর দায় নিতে হবে এবং জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।
আরাঘচি দাবি করেন, যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানাতে হবে যে তারা এই হামলাকে সমর্থন করে না এবং পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের এই হামলার নিন্দা করতে হবে। তেহরান আশা করছে, যুক্তরাষ্ট্র এসব হামলা থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখবে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইরানের ওপর ইসরায়েলের এই আগ্রাসনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা হতাশাজনক।
আরাঘচি আরও বলেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরান ইসরায়েলের দখলকৃত অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।
তার ভাষায়, প্রথম দিন ইরানের হামলা কেবল ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ ছিল। তবে দ্বিতীয় দিন ইসরায়েল যখন ইরানের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা শুরু করে, তখন ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের অর্থনৈতিক স্থাপনায় আঘাত হানে।
শুক্রবার ভোরে ইসরায়েল তেহরানের কিছু আবাসিক এলাকা, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, অন্তত ছয়জন পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ জনগণ শহীদ হয়েছেন।
এ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হেনেছে।
সূত্র: মেহের নিউজ