সর্বশেষ:

paikgacha agorghata o kopilmunite bnp daktar mojider gono songjog

পাইকগাছার আগড়ঘাটা ও কপিলমুনিতে বিএনপির ডাঃ মজিদের গণসংযোগ

paikgacha agorghata o kopilmunite bnp daktar mojider gono songjog
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন খুলনা -৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ।

তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার দিনভর উপজেলার আগড়ঘাটা ও কপিলমুনি বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। এসময় তিনি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং দেশকে এগিয়ে নিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহবান জানান। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, সরদার তোফাজ্জল হোসেন, শেখ আসাদুজ্জামান ময়না,,সাবান আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, আবু বক্কর সিদ্দিক,সুজায়েত গাজী, জবেদ আলী গাজী, আবু হুরায়রা বাদশা, শহীদুল ইসলাম, তাসলিমুর রহমান, লিটন মোড়ল, শামসুর সরদার, বি এম আকিজ উদ্দিন, ইদ্রিস খা, বাবুল সরদার,জি এম সেকেন্দার, নুরুজ্জামান, শেখ আবুল হোসেন, আব্দুল হালিম,রেজাউল ইসলাম সাহেব আলী গাজী,সুমন আহমেদ, আব্দুল সাত্তার, রুবেল গাজী,শাহিনুর রহমান , আনিস মোড়ল,জনি গাজী,জাকির হোসেন, হাফিজুর রহমান, কামাল গাজী , জসীম সরদার , বজলু মোড়ল ও শুকুর আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana