খুলনা অফিসঃ
নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৫ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা এবং ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনা থানার ইকবাল নগর রোড বাইলেনের নারায়ণ লাল চৌধুরীর পুত্র মানিক লাল চৌধুরী(২৮), খালিশপুর থানার নতুন কলোনীর মোঃ রোকনের পুত্র শেখ রাগিব নিহাল(২৪), একই থানার গাবতলা এলাকার মোঃ জাকির হোসেনের পুত্র মোঃ শাকিল হোসেন(২০), দৌলতপুর থানার পাবলা তিন দোকান মোড়ের মৃত: রেজাউল ইসলামের পুত্র মোঃ বাদশা(৩৮) এবং সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়া এলাকার মৃত: ছাত্তার গাজীর পুত্র মোঃ রবিউল গাজী(৩৫)।
কেএমপি সূত্র জানায়, গত মঙ্গলবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ মাদক কারবারিকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১৮৫ পিস ইয়াবা এবং ৩২০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রুজু করা হয়েছে।