সর্বশেষ:

climate change educator sova onusthito

জেজেএস এর ক্লাইমেট চেঞ্জ এডুকেটর সভা অনুষ্ঠিত

climate change educator sova onusthito
Facebook
Twitter
LinkedIn

খুলনা প্রতিনিধি :

ক্লাইমেট চেঞ্জ এডুকেটর, জেজে এস এসসিডিএস প্রকল্পপের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলা অডিটরিয়ামে জেজেএস এর সিনিয়র প্রোগ্রামস ডিরেক্টর এম এম চিশতী’র সভাপতিত্বে ও এ্যাডভোকেসী অফিসার জেজেএস এসসিডিএস প্রকল্পের আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।

climate change educator sova onusthitoo

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক, জেজেএস এসসিভিএস প্রকল্প এর নব কুমার সাহা,পরিষদের চেয়ারম্যান দেবব্রত মল্লিক,প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়, দেবদুলাল জেয়াদ্দার, জেজে এস ক্লাইমেট চেঞ্জ এডুকেটর, প্রকল্পপের পূজা দে, এডভোকেসী অফিসার আব্দুর রহমান, সাংবাদিক এইচ এম সাগর (হিরামন), বটিয়াঘাটা উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক শিশু ফোরামের সভাপতি সুনন্দা অধিকারী, সহ সভাপতি রাহাত মিনহাজ, সদস্য সচিব তানজিলা আক্তার সহ আরো অনেকে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana