
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদ সহ ছাত্রদের উপর হামলাকারী রাড়ুলী ইউনিয়নের কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার নতুনবাজারস্থ প্রধান সড়কে গদাইপুর ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রভাষক আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপি নেতা মাষ্টার বাবর আলী গোলদার এবং সরদার ফারুক আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বদিউজ্জামাল সরদার, বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, আবুল হোসেন, আবু সালেহ ইকবাল, শেখ কামরুল হাসান, জামিলুর রহমান রানা, ইউপি সদস্য আবু হাসান, সুজায়েত গাজী, সায়েদ আলী বাবলা, কাজল, মোস্তাফিজুর রহমান লিপটন, মাকসুদুর রহমান মুকুল, শামসুজ্জামান জামান, প্রবাসী মহিলা দলের নেত্রী ফাতেমা খাতুন ও জাহানারা বেগম। মানববন্ধন কর্মসূচিতে এলাকার শত শত নারী পুরুষ অংশ নিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলার ঘটনায় দায়ের কৃত মামলার সকল আসামি কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। এবং গ্রেফতারে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন এলাকাবাসী।