সর্বশেষ:

bnp er ahobayok comity ghoshonay surkhalite misty bitoron

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণায় সুরখালীতে মিষ্টি বিতরণ

bnp er ahobayok comity ghoshonay surkhalite misty bitoron
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

মোঃ মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক এবং আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে খুলনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

bnp-er-ahobayok-comity-ghoshonay-surkhalite-misty-bitoron

এদিকে কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নে পথসভা ও মিষ্টি বিতরণ করেছে ইউনিয়ন বিএনপি’র একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে বারআড়িয়া বাজার ও সুরখালী বাজারে পৃথক পৃথকভাবে মিষ্টি বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরখালি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ এনামুল হক, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মারুফ জমাদ্দার, বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল বিশ্বাস, তুরান হোসেন রানা, যুবনেতা মোঃ মোসাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী যুবদল নেতা মোঃ মিন্টু মালি, ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি সম্পাদক যথাক্রমে মোজাফফর শেখ, সাব্বির আকবর পান্না, খোকন মোল্লা, জাহাঙ্গীর, মহাসিন, শেখ তৈয়েবুর রহমান, যুবদল নেতা আলমগীর, ঈসা, আক্তারুল ইসলাম, টিটু, অলিয়ার রহমান, সুমন, তারিক, রিয়াজ, দিদারুল, পুস্পেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। মিষ্টি বিতরণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana