শাহিদুল ইসলাম কয়রা,খুলনা প্রতিনিধি
সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া আগমন করেন। মঙ্গলবার সকাল ৮টায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। পরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান পর্যবেক্ষণ করেন। তিনি ঘুরে ঘুরে এ অঞ্চলে লিঙ্গ সমতা পরিস্থিতি, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম পরিদর্শন এবং মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন করেন পাশাপাশি ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অনুভূতি শুনেছেন এবং জীবন-জীবিকা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুলনার উপকূলীয় উপজেলা কয়রা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারে করে রওনা দেন। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন উপলক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।