খবর বিজ্ঞপ্তি :
খুলনার ডুমুরিয়া উপজেলায় চিংড়িঘের শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা হয়।
পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যসহ শ্রমিকদের শ্রম অধিকারের প্রতি সম্মানের উন্নতি এবং বাংলাদেশে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও হয়রানি থেকে মুক্ত কাজের বিশ্ব প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রূপসা’র নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীণা মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমাম হাসান, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, গাজী তৌহিদুজ্জামান, গোপাল চন্দ্র দে। এছাড়াও উপস্থিত ছিলেন রূপসা’র মনিটরিং অ্যাণ্ড ইভ্যালুয়েশন অফিসার আজিজুর রহমান, ইনফরমেশন অ্যাণ্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট অফিসার অভিজিৎ বেপারী ও প্রকল্প কোঅর্ডিনেটর দেবাশীষ দাস প্রমূখ। সভায় চিংড়ি ঘের শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, লিঙ্গ-ভিত্তিক ও মজুরির বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা করা হয়।