সর্বশেষ:

দুগ্রুপের মধ্যে সংঘর্ষ

ঝিনাইদহে আওয়ামীলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ : আহত ১০

দুগ্রুপের মধ্যে সংঘর্ষ
Facebook
Twitter
LinkedIn

সাইফুল ইসলাম,ঝিনাইদহ :
মহেশপুরে কাজিরবেড় ইউনিয়নে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালন অনুষ্ঠানে আওয়ামীলীগের সাবেক ও বর্তমান চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের অনন্ত ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সামন্তা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান গ্রুপের আহতরা হলেন, রহম আলীর ছেলে হজরত আলী, বারি মন্ডলের ছেলে নাসির উদ্দিন, হাবিুর রহমানের ছেলে রাকিব হোসেন, কালা মিয়ার ছেলে মেহেদী হাসান।

অপর গ্রুপের করিম মন্ডলের ছেলে নাসির মেম্বার, গিয়াস উদ্দিনের ছেলে উম্মত আলী, আব্দুল রহমানের ছেলে ইজাজ মিয়া, আনছার আলীর ছেলে আজগর আলী, বিশারত আলীর ছেলে শুকুর আলী, সামছুল ইসলামের ছেলে আজাহার আলী। পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বিকালে সাড়ে ৫টার দিকে সামন্তা বাজারে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালন অনুষ্ঠানে বর্তমান চেয়ারম্যান ইয়ানবী ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম সমর্থকদের মাঝে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাধে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে মহেশপুর হাসপাতালে ৪ জন ও বাকিদের পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান ইয়ানবী জানান, ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুস সেলিম তার নিজ সমর্থিত লোকজন নিয়ে শোক দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করে। এতে তিনি দলের অন্যকোন নেতা-কর্মীদের দাওয়াত দেননি। বিকালে এমপি আসছে শুনে আমার (বর্তমান চেয়ারম্যান) লোকজন রিসিপ করতে গেলে আব্দুস সেলিমের লোকজন হামলা করে। এতে সংঘর্ষ বাধলে আমার গ্রুপের ৪জন আহত হয়েছেন।

সাবেক চেয়ারম্যান আব্দুস সেলিম জানান, অনুষ্ঠান চলাকালে বর্তমান চেয়ারম্যানের লোকজন বান্যার ছিড়ে চেয়ার-টেবিল ভাংচুর করতে শুরু করে। এসময় বাঁধা দিতে গেলে সংঘর্ষে আমার গ্রুপের ৬জন আহত হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana