ডুমুরিয়া প্রতিনিধি
কুরআন শিক্ষার মান উন্নয়নে ডুমুরিয়া হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে কুরআনের হাফেজদের নিয়ে এপ্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা সদরের শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন।তিনি বিজয়ী হাফেজদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় ২শতাধিক হাফেজ অংশ গ্রহন করেন। সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ রেজওয়ান সভাপতিত্ব করেন। এসময়ে উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাক আহমদ,মুফতি মাওলানা আব্দুল কাইউম জমাদার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল গফ্ফার,মুফতি ফকরুলহাসান, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,হাফেজ মাওলানা তৌফিকুর রহমান প্রমুখ।