সর্বশেষ:

আইচগাতী ফাঁড়ি

খুলনার রূপসা আইচগাতী ফাঁড়ির এস আই আনিছুরের বিরুদ্ধে অভিযোগ

আইচগাতী ফাঁড়ি
Facebook
Twitter
LinkedIn

এইচ এম রোকন, রুপসা খুলনা৷ :

বাংলাদেশ পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান ও কনস্টেবল নুরুজ্জামান নান্নুর বিরুদ্ধে নিরীহ মানুষকে অযথা শরীর তল্লাশি, বিভিন্ন প্রকার অশালীন কথাবার্তা, ভয়-ভীতি প্রদর্শন সহ সামাজিক হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে খুলনা জেলা প্রশাসক, খুলনা জেলা পুলিশ সুপার ও রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ৮ এপ্রিল সোমবার এসকল অভিযোগ দায়ের করেন খুলনার রূপসা উপজেলার আইচগাতীর যুগিহাটি এলাকার মোঃ সোহান মোড়ল সহ আরো ১০ জন ব্যক্তি। এস আই আনিসুর রহমান এবং কনস্টেবল নুরুজ্জামান নান্নু বর্তমানে খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতীর পুলিশ ফাড়িতে কর্মরত আছেন। এসব অভিযোগে তারা উল্লেখ্য করেন, এস আই আনিছুর রহমান ও কনস্টেবল নুরুজ্জামান নান্নু পুলিশে চাকরি করার সুবাদে এলাকার সাধারণ নিরীহ মানুষদের এবং বিভিন্ন সময়ে- অসময়ে সামাজিক ও বংশীয় লোকদের দাঁড় করিয়ে অযথা শরীর তল্লাশির নামে বিভিন্ন প্রকার অশালীন কথাবার্তা এমনকি ভয়-ভীতি প্রদর্শন করে সামাজিক মান সম্মান ও হেয় প্রতিপন্ন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে আসছে।

এছাড়া আরো উল্লেখ্য করেন, এইভাবে দীর্ঘদিন যাবৎ তারা এই ইউনিয়নে মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের নামে নিরীহ লোকদের হয়ারনী করে আসছে। এতে করে শান্তিপ্রিয় মানুষের শাস্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটছে। ভুক্তভোগী মোঃ সোহান মোড়ল বলেন, এস আই আনিছুর রহমান ও তার সহযোগী কনষ্টেবল নুরুজ্জামান নান্নু আমাদের গ্রামে এসে আমাকে সহ এলাকার অনেককেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখায়। তাই বাধ্য হয়ে আমি সহ আমরা ১০ জন লিখিত অভিযোগ করেছি। বিষয়টি তদন্তপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এবিষয়ে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন এসকল অভিযোগের বিষয়ে পুলিশের উপ পরিদর্শক আনিছুর রহমান বলেন, বিশ্বস্ত সোর্সের তথ্যানুযায়ী অভিযোগকারী ব্যাক্তি মাদক ইয়াবার ব্যবসার সাথে জড়িত। তাই তাকে তল্লাশি করা হয়। কিন্তু তিনিই আবার এখন আমার বিরুদ্ধে মিথ্যা এবং আমাকে ফাঁসানোর জন্যই এমনটা করেছে বলে তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana