সর্বশেষ:

কয়রায় বন্ধন তরুণ সংঘের বিরুদ্ধে সরকারি চর বিক্রির অভিযোগ

কয়রায় বন্ধন তরুণ সংঘের বিরুদ্ধেসরকারি চর বিক্রির অভিযোগ

কয়রায় বন্ধন তরুণ সংঘের বিরুদ্ধে সরকারি চর বিক্রির অভিযোগ
Facebook
Twitter
LinkedIn

কয়রা (খুলনা) প্রতিনিধি->>
খুলনার কয়রা উপজেলার সদরে কপোতাক্ষ নদের সরকারি চর অবৈধভাবে স্থানীয়দের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। লীজ দিচ্ছে শিবির পরিচালিত বন্ধন তরুণ সংঘ নামে এক প্রতিষ্ঠান। সূত্রে প্রকাশ,কপোতাক্ষ নদের চরে ও বনে মাছ ধরার জন্য মাছের পোনা শিকারীদের কাছ থেকে ১০/১২ হাজার টাকা মাসিক চুক্তিতে চরের অংশ বিক্রি করে দিচ্ছে তরুণ সংঘ নামের প্রতিষ্ঠানটি। স্থানীয় রাজু সানা,জাহাঙ্গীর ঢালী,সাঈদ গাজীর নিকট মাসিক চুক্তির মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়।

নিলামে অংশ নেওয়া জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন,আমি সহ গোবরা গ্রামের ১৮ থেকে ২০ জন নিলামে অংশ নিয়ে বন্ধন তরুণ সংঘের কাছ থেকে মাসিক চুক্তিতে সরকারি চরের অংশ লীজ নিয়েছি। সরকারি চর একটি সংগঠন কিভাবে লীজ দিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,চরটি তাদের অংশ। স্থানীয় বাসিন্দা সাইফুল্লাহ মিস্ত্রী বলেন,সরকারি চরের জমি অবৈধ ভাবে লীজ দিয়ে ব্যবসা করছে অবৈধ সংগঠনটি। কোন নদীর জায়গা দখল,ক্রয়-বিক্রয় করা যাবে না মর্মে প্রধানমন্ত্রীর কড়া হুশিয়ারী রয়েছে। তাছাড়া রয়েছে হাইকোর্টেরও নিষেধাজ্ঞাও।

এলাকার সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডি.এম আব্দুল গফফার বলেন,গ্রামের গরিব মানুষ নদীতে মাছ ধরবে এর জন্য কেহ সরকারি চর বিক্রি করে টাকা নিলে বিষয়টি দুঃখজনক। নদীর চর অবৈধ ভাবে দখল ও লিজ দেওয়া বে-আইনী। এলাকার মানুষ নদীতে টাকা ছাড়া মাছ ধরুক এটা আশা করি। বন্ধন তরুণ সংঘের সভাপতি জি এম নাহিয়ান বিন মোজাহিদ বলেন,সামাজিক কাজ করার জন্য টাকা প্রয়োজন। এজন্য সরকারি চর দু’মাসের জন্য নিলামে দেওয়া হয়েছিল। নদী চর ভরাট করে মাঠ বানানো হয়েছিল। চরের কিছু অংশ এখনোও টাকার অভাবে ভরাট করা হয়নি।তাই দু’মাসের জন্য চর নিলামে দেওয়া হয়। কয়রা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক-উজ-জামান বলেন,বিষয়টি তিনি জানেন না। তবে কেহ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana