সর্বশেষ:

zela proshahok borabor saroklipi prodan

জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান

zela proshahok borabor saroklipi prodan
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা পানি কমিটি পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসভায় পাইকগাছা সদর সহ বিভিন্ন ইইনিয়নে জলাবদ্ধতা নিষ্কাশন,সরকারী খাস খাল দখলমুক্ত, টেকসই বেড়ি বাঁধ ও জরুরী ভিত্তিতে শিবসা নদী ও কপোতাক্ষ নদ খনন, টিআরএম প্রকল্প ব্যস্তবায়নের দাবীতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের হাতে স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সেলিম আক্তার স্বপন এসময় বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস,সংস্থার সুপার ভাইজার দীলিপ কুমার মন্ডল,সহ-সভাপতি শেখ সাদেকুজ্জাম,বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana