সর্বশেষ:

vokta-odhikar-aeine-pach-dokanike-orthodondo

ভোক্তা অধিকার আইনে মোরেলগঞ্জে ৫ দোকানিকে অর্থদন্ড

vokta-odhikar-aeine-pach-dokanike-orthodondo
Facebook
Twitter
LinkedIn

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযানে ৫ ব্যাবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মোরেলগঞ্জ সদর বাজারে থানা পুলিশের সহযোগীতায় বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোরেলগঞ্জ বেকারীকে ১০ হাজার, ভাইবোন বেকারীকে ১৫ হাজার, সুভাষ সাহার দুটি মিষ্টির দোকনে ২ হাজার ও জামাল শেখের স্টেশনারী দোকানে ১ হাজার টাকা অর্থদন্ড দেন।

নির্বাহী কর্মকর্তা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৫২ ও ৫৩ ধারা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫টি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুসাদ্দিক বিল্লাহ্ তামিম, মাশরাফি আকিব, হাসিবুল ইসলাম সিফাত, সোহাগ খান, সানি রহমান, সায়মন জিয়ন, তানভির রহমান আকাশ ও সবুজ ফরাজী এ সময় উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana