
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাইকগাছা পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ’র চাল চাল তুলে দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৪৬.২১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের মোট ৪৬২১ জন হতদরিদ্র কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় প্রশাসকের কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্য ও উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাফিন শোয়েব, সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ট্যাগ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. এনামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের রবিউল ইসলাম, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, কর আদায়কারী মো. সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, সহকারী কর আদায়কারী হেমেন্দ্র নাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, মো. ইমদাদুল হক, পানি শাখার বিলক্লাক মো. শাহিনুর হোসেন, বিদ্যুৎ মন্ডল, তন্ময় মন্ডল সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।