
এইচ এম সাগর হিরামন,খুলনা :
সোমবার বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৬.৭৫০ মেঃটন চাল বিতরণ করা হয়েছে।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃক ও উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহযোগিতায় ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উক্ত (ভিজিএফ-চাল) বিতরণ করা হয়। বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মংস্য কর্মকর্তা মো: সেলিম সুলতান বলেন, এবার উপজেলার ৭টি ইউনিয়নে ৬৭০ জন জেলেকে ১নং জলমা ১৩০ ৩.২৫০, বটিয়াঘাটা সদর ১০৮ ২.৭০০ গংগারামপুর ৮৫ ২.১২৫, সুরখালী ৩১ ০.৭৭৫, ভান্ডারবোট ৫০ ১.২৫০ বালিয়াডাংগা ১৬৬ ৪.১৫০ ও আমিরপুর ইউনিয়নে সর্বমোট ১৬.৭৫০ মেঃ টন চাল বিতরণ করা হয়েছে।