
দাকোপ (খুলনা) প্রতিনিধি
দাকোপের চুনকুড়ি খেয়াঘাট থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দাকোপ থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, চুনকুড়ি নদীতে লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছি। লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘাটনে আমরা চেষ্টা চালাচ্ছি।