সর্বশেষ:

vari-borshone-morologonje-3-shotadhik-motso-gher-dube-geche

ভারী বর্ষনে মোরেলগঞ্জে ৩ শতাধিক মৎস ঘের ডুবে গেছে

vari-borshone-morologonje-3-shotadhik-motso-gher-dube-geche
Facebook
Twitter
LinkedIn

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে ৪ দিনের টানা ভারি বর্ষনে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভাসহ কমপক্ষে ৪০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে ৩ শতাধিক মৎস ঘের। পানিতে নিমজ্জিত হয়েছে ১ হাজার হেক্টর ফসলী জমির রোপা আমন ধানের ক্ষেত।

উপজেলার খাউলিয়া, মোরেলগঞ্জ সদর, বারইখালী, হোগলাবুনিয়া, বলইবুনিয়া,পঞ্চকরণ, পুটিখালী, রামচন্দ্রপুর ও তলীগাতি ইউনিয়নের অধীকাংশ গ্রামের শতশত বসতবাড়ির লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট ও পুকুর ডুবে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, ৪ দিনের প্রবল বর্ষনে উপজেলার নিচু এলাকার মৎস ঘেরগুলো তলিয়ে গেছে। কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ১৬ হাজার হেক্টর ফসলী জমির মধ্যে নিস্নঞ্চলের প্রায় ১ হাজার হেক্টরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

সুন্দরবনে ২০ বনদস্যু বাহিনীর দাপট, বনদস্যুদের তৎপরতায় আবারও অশান্ত হয়ে উঠেছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন,জেলে, বনজীবীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ফলে বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে

turan hossain rana