খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিক্ষকগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার,জুনিয়র কনসালটেন্ট এ্যানেস্থিয়া ডাঃ জহিরুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ। আরও উপস্থিত ছিলেন শিক্ষকগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস সহ অফিস স্টাফ গন। উক্ত অনুষ্ঠানে টাইফয়েড জ্বর, এর ভয়াবহতা, টিসিভি গ্রহণের গুরুত্ব ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় ।