
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমিকে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না মর্মে ৭ দিনের মধ্যে আদালত কারণ দর্শানোর আদেশ দেন।
জানাযায় পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের মৃত রবীন্দ্রনাথ মন্ডলের পূত্র তুষার কান্তি মন্ডল ও অতিষ কুমার মন্ডল বাদী হয়ে রবিবার পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে একটি নিষেধাজ্ঞার মামলা করেন। যাহার নম্বর দেওয়ানী ১১৬/২৫, উক্ত মামলার বিবাদী করা হয় পাইকগাছা পৌরসভা মেয়র, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন সহকারী কর্মকর্তা রাড়ুলী, ও খুলনা জেলা প্রশাসক। মামলার বাদী মামলায় উল্লেখ করেন যে, বাতিখালী মৌজার সাবেক খতিয়ান ৪ ও ৭, এস, এ খতিয়ান ৮২ও৯৩, এস, এ দাগ ২৪০ ও ২৪১, ডি,পি খতিয়ান ৩৩/১, ডিপি দাগ ৯০৫, জমি ০.২০ একর। যাহা ওয়ারেশ সূত্রে মালিক মামলার বাদী তুষার কান্তি ও অতিষ মন্ডল। তারা উক্ত জমিতে বংশ পরস্পর ভোগদখলকার আছেন ও সরকারি করখাজনা দিয়া আসিতেছেন। তবে মামলার বিবাদীরা গত ১১ এপ্রিল বাদীর জমিতে অনধিকার প্রবেশে ঘেরা বেড়া ভাংচুর ও ক্ষতিসাধন করে বাদীকে বেদখল করার হুমকি দেন। তাই বাদী আদালতে বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করেন। মামলাটি শুনানি অন্তে আদালত আগামী ইং – ২ জুন ২০২৫ দিন ধর্য্যে অদ্য ৭ দিনের মধ্যে ইউএনও এবং এসিল্যান্ডকে কারণ দর্শানোর নিদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোএফ,এম,এ রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।