গাজীপুরের চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাইকগাছা প্রেসক্লাব। একই সাথে সংগঠনটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
সংবাদ মাধ্যমে নিহত তুহিনের বন্ধু প্রত্যক্ষদর্শী শামিম জানিয়েছেন,আমরা একসঙ্গে হেঁটে যাচ্ছিলাম। হটাৎ দেখি এক নারী এক ব্যক্তিকে নাজেহাল করছে। ওই ব্যক্তি নারীটিকে আঘাত করার সাথে সাথেই কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যক্তিকে আঘাত করে। এর পরই ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। সাংবাদিক তুহিন ঘটনাটি দেখে দৌড়ে এগিয়ে গিয়ে ভিডিও করছিল। পরে দুর্বৃত্তরা তুহিনের ভিডিও করা দেখে ওকে ধাওয়া দেয়। তুহিন দৌড়ে পালানোর সময় দুবৃর্ত্তরা তাকে ধরে ফেলে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের হত্যাকান্ড কোনভাবেই গ্রহন যোগ্য নয়।
স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষে এ হত্যাকান্ডে দায়ী চাঁদাবাজ,সন্ত্রাসী ও খুনীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নাহলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসুচী গ্রহন করতে বাধ্য হবে।