সর্বশেষ:

trish pis eaba soho greftar tin

নড়াইল ডিবি কর্তৃক ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০৩

trish pis eaba soho greftar tin
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল থেকে

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বায়জিদ শেখ(২৪), মোঃ নাইম সরদার(২৩) ও মোঃ মেহেদী সরদার(২২) নামের ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বায়জিদ শেখ(২৪) পিতাঃ মৃত ফরিদ শেখ, মোঃ নাইম সরদার(২৩) পিতাঃ মহাসিন সরদার ও মোঃ মেহেদী সরদার(২২) পিতাঃ হালিম সরদার উভয় সং পাইকমারি, সর্ব থানা ও জেলা-নড়াইল।

১৮ নভেম্বর (সোমবার)নড়াইল জেলার সদর থানাধীন ৩ নং চন্ডীবরপুর ইউনিয়নের অন্তর্গত ফেদি গ্রামস্থ সৈয়দ মোস্তাফা কামালের বসতবাড়ি হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ টিটু আলি ও এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বায়জিদ শেখ(২৪), মোঃ নাইম সরদার (২৩) ও মোঃ মেহেদী সরদার(২২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana