
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটার জলমা ইউনিয়নে দারোগাভিটা এলাকায় ট্রেনে কাটা পড়ে রাজীব টিকাদার (৩০) নামে এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা সোয়া ১২ টার দিকে । ওই এলাকার চক্রাখালী গ্ৰামের পরিমল টিকাদার’র পুত্র ।
প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ,রাজীব তার স্ত্রী ও মায়ের উপর অভিমান করে বেলা সোয়া ১২ টার দিকে পৌঁছায়। অতপরঃ দারোগাভিটা সংলগ্ন ট্রেন লাইনের উপর দিয়ে সে হাঁটাহাটি ও চলাচল করছিলো । এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনটি দারোগাভিটা এলাকায় পৌঁছালে রাজীব ট্রেন লাইনের উপর শুয়ে পড়ে । এসময় ট্রেনটি তার মাথা ক্ষতবিক্ষত করে পায়ের ৪ টি আঙ্গুল কেঁটে ফেলে । পরবর্তীতে আশপাশের লোকজন ছুঁটে এসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করে । এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।