সর্বশেষ:

train e kata pore ek bektir mrittu

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির করুন মৃত্যু

train e kata pore ek bektir mrittu
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :    

বটিয়াঘাটার জলমা ইউনিয়নে দারোগাভিটা এলাকায় ট্রেনে কাটা পড়ে রাজীব টিকাদার (৩০) নামে এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা সোয়া ১২ টার দিকে । ওই এলাকার চক্রাখালী গ্ৰামের পরিমল টিকাদার’র পুত্র ।

প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ,রাজীব তার স্ত্রী ও মায়ের উপর অভিমান করে বেলা সোয়া ১২ টার দিকে পৌঁছায়। অতপরঃ দারোগাভিটা সংলগ্ন ট্রেন লাইনের উপর দিয়ে সে হাঁটাহাটি ও চলাচল করছিলো । এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনটি দারোগাভিটা এলাকায় পৌঁছালে রাজীব ট্রেন লাইনের উপর শুয়ে পড়ে । এসময় ট্রেনটি তার মাথা ক্ষতবিক্ষত করে পায়ের ৪ টি আঙ্গুল কেঁটে ফেলে । পরবর্তীতে আশপাশের লোকজন ছুঁটে এসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করে । এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

সুন্দরবনে ২০ বনদস্যু বাহিনীর দাপট, বনদস্যুদের তৎপরতায় আবারও অশান্ত হয়ে উঠেছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন,জেলে, বনজীবীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ফলে বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে

turan hossain rana