সর্বশেষ:

tracker gotirodh kore chintai

পাইকগাছায় ট্রাক গতিরোধ করে ছিনতাই ; মামলা দায়ের

tracker gotirodh kore chintai
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে গতিরোধ করে ট্রাকে ছিনতাই ও হত্য চেষ্টার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। পুলিশ ছিনতাইকারী কে আটক করতে পারেনি। তবে ছিনতাইকারীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

জানা যায়, পাইকগাছা মৎস্য আড়তদারী ব্যবসায়ী উজ্জ্বল দাশের মাছ যশোর জেলার বাগআচড়া বাজারে বিক্রি করে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে গত ২৪/৪/২৫ তারিখে রাত সাড়ে ৮টার দিকে পৌছালে ১০/১২ জন দুঃষ্কৃতকারীরা ট্রাক নং ট- ১১-০০০৫৩ ড্রাইভার জয়ন্ত দাস কে আটকিয়ে দেয়। এ সময় দুষ্কৃতকারীরা জয়ন্ত এর কাছে মাছ বিক্রিত সাড়ে ৫ লাখ টাকা তার কাছ থেকে ছিনিয়ে নেয়। এ সময় গাড়ীতে থাকা অন্যান্য শ্রমিক হেলপার কবির,ইয়ার আলী, জয়ন্ত ঘোষ, রাজীব দেবনাথ আলমগীর, রেজাউল বাধা দিলে তাদের মারপিট করে টাকা ছিনতাই করে।

এ ঘটনায় ৩/৫/২৫ তারিখে মিলন গাজী কে ১ নং আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে ট্রাক মালিক উজ্জ্বল কুমার দাস মামলা দায়ের করেছে।

পাইকগাছা থানার মামলা নং ৭ , তারিখ ৩/৫/২৫। ওসি সবজেল হোসেন জানান আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana