পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার এবং অপহৃত কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে অপহৃতকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপহরণ কারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী উপজেলার কপিলমুনি ইউনিয়নের কপিলমুনি কলেজের সামনে থেকে কপিলমুনির শক্তি মণ্ডলের ছেলে শুভ মণ্ডল (২০) ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায় গত ১০ ফেব্রুয়ারি, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেব নাথ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওই রাতেই তাকে গাজীপুর জেলার শ্রীপুর থানার দক্ষিণ ধনুয়া এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণ কারীকে গ্রেফতার করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ সবজেল হোসেন জানান, গত ৩০ জানুয়ী কলেজ শিক্ষার্থী অপহরণ হয়। তার পিতামাতা খোজাখুজি করে না পেয়ে থানায় মামলা করে। ওই মামলায় উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক গৌতম রায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করে।
মঙ্গলবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং উদ্ধার শিক্ষার্থীকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।