
বিশেষ প্রতিনিধি, খুলনা :
গত সোমবার যুব অধিকার পরিষদের থানা প্রতিনিধিদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর বসুপাড়া সংলগ্ন সোনাডাঙ্গা থানা যুব অধিকার পরিষদের কার্যালয়ে সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ মাহবুবুর রহমান মিলন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিঠু শেখ এর সঞ্চালনায় আংশিক কমিটি প্রনয়ণ এর জন্য প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি এইচ এম তাজুল ইসলাম, সদর থানা যুব অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েত শেখ সম্রাট । এছাড়াও সোনাডাঙ্গা থানা যুব অধিকার পরিষদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস এম তারেক ইমাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আলী আকবর সানা ও সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম সহ প্রমুখ। থানা কমিটির নির্বাহী নেতৃবৃন্দের উপস্থিতে সভার সভাপতি তার বক্তব্যে বলেন, আংশিক কমিটিতে অন্তর্ভুক্ত সকল সদস্যদের নিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সোনাডাঙ্গা মডেল থানার নেতৃবৃন্দ এইচ এম তাজুল ইসলাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ এর ট্রাক মার্কার বার্তা খুলনা ২ আসনের সর্বসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে।