
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি বেলুন উড়িয়ে,পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা শেষ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহামুদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।এসডিএফ কর্মকর্তা মোঃ জাকারিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা,শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।















