সর্বশেষ:

tarekhy rahman o bnp er pokkjho theke arthik sohayota

তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

tarekhy rahman o bnp er pokkjho theke arthik sohayota
Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)

পাইকগাছার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে চা বিক্রেতা চৈতন্য ঘোষ এবং ভ্যান চালক কবিরুল ইসলাম কে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, আবুল হোসেন, এসএম মোহর আলী, এডভোকেট সাইফুদ্দিন সুমন, মিজান জোয়ার্দার, আব্দুল মজিদ গোলদার, প্রভাষক আবু সালেহ ইকবাল, প্রণব মন্ডল, আসাদুজ্জামান ময়না, মাষ্টার বাবর আলী গোলদার, আসাদুজ্জামান খোকন, মফিজুল ইসলাম টাকু, মোস্তাকিম, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আবু মুছা সরদার, সুজায়েত গাজী, আতাউর রহমান, আজহারুল ইসলাম, সায়েদ আলী, মনিরুল ইসলাম মন্টু, জামিলুর রহমান রানা, মোহাম্মদ আলী গাজী, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, মীর সাফায়েত হোসেন, মিলন ্আলমগীর হোসেন, কেরামত ও আরিফুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana