
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির নামে টাকা আত্মসাতের অভিযোগে বটিয়াঘাটার এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফার বিরুদ্ধে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সকালে উপজেলার গাওঘরা এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন,গাওঘরা এলাকার পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির বটিয়াঘাটা উপজেলার এরিয়া ম্যানেজার পদে থেকে বীমার সাধারণ গ্রাহকের নিকট থেকে বীমা করানোর কথা বলে হাজার হাজার টাকা আত্মসাৎ করে। মানববন্ধনে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আসিয়া বেগম, জোহরা বেগম, জাহানারা বেগম, অশোক দাস, জাকিয়া বেগম, সিরিনা বেগম, রাফিজা বেগম,সালাম গাজী, নীলিমা বেগম, হাচিনা বেগম,জাকির সরদার, রাশিদা বেগম, যেবা বেগম,শামীমা বেগম, লাকি বেগম, আতিয়ার রহমান, আরজিনা বেগম, আলাউদ্দিন হোসেন, রুপা বেগম, ওয়াহেদ আলী, গফুর আলী, সুরাইয়া বেগম, খাদিজা বেগম, পারভিন বেগম, শারমিন বেগম, সুপিয়া বেগম, মতিয়ার রহমান, শামীমা বেগম, ফারুক মল্লিক, আমেনা বেগম, জুবায়েরা বেগম, হেনা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা সরকারের উচ্চ মহলের কাছে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান।