প্রেস বিজ্ঞপ্তি:
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী ওয়াদা সংস্থার আয়োজনে খুলনা জেলার বটিয়াঘটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদের হলরুমে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় গত ১৬ জানুয়ারাী বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুরখালী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস্ কে জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা, অধ্যক্ষ তোরাব আহমেদ ফিরোজ, ইউপি সদস্য প্রসাদ রায়, রুনা বেগম, হাফিজা, আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা গোলক রায়,স্বাস্থ্য পরিদর্শক, রেজিষ্ট্রি নিবন্ধক কাজী প্রতিনিধি মো: আতিয়ার রহমান বিশ্বাস, শিক্ষক ডিএম মোজাফ্ফার হোসেন, মশিউর রহমান, মো: মহব্বত শেখসহ ৩০ জন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় মানব পাচার কমিটির সদস্যদের দ্বায়-দ্বায়িত্ব, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া ও সারভাইভার সেবা বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আল-আমীন সরদার, প্রজেক্ট অফিসার মনোরমা সরদার, বিশ্বজিৎ রায়, মনিরুল হাওলাদার ও শরিফা খাতুন।